৩০ তারিখের হরতালে ৩ রাজনৈতিক দলের সমর্থন

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদসহ কয়েকটি বাম দলের ডাকা আগামী ৩০ নভেম্বরের হরতালে সমর্থন দিয়েছে বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্য।

মঙ্গলবার ২৮ নভেম্বর রাজধানীতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে বক্তারা এই সমর্থনের কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, মৃত্যুর আগে সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। লুটপাটের বাংলাদেশ নয়।

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এ বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে যাবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। দাম না কমালে সরকারের প্রতি মৃত্যু পরোয়ানা জারি হবে। আমরা দাম বৃদ্ধির প্রতিবাদের হরতালে সমর্থন জানাই।

বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি প্রসঙ্গে মান্না বলেন,‘সরকার গণশুনানির নামে একটা ফাজলামি করে। কিন্তু কারও কথা শোনে না।

দাম কমানোর আহ্বান জানিয়ে বলেন, হাতে আরও দু-এক দিন সময় আছে। সরকার যেন দাম কমানোর ঘোষণা দেয়।

উল্লেখ, ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিদ্যুতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়াবে। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। তারই প্রেক্ষিতে এই হরতালের ডাক দিয়েছে সংগঠনগুলো।

চলতি বছর মার্চে বিভিন্ন খাতে গ্যাসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন, বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয় করা প্রয়োজন। এর পরই বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায়।

এর মধ্যে পিডিবি পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে। আর গ্রাহক পর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪ শতাংশ ডেসকো ছয় দশমিক ৩৪ শতাংশ, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ শতাংশ আর আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বাড়ায় সরকার। ওই সময়ে বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়। এতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।

আজকের বাজার:এলকে/এলকে ২৮ নভেম্বর ২০১৭