৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল লিভারপুল। রাতে বিগ ম্যাচে চেলসি টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারালে শিরোপা নিশ্চিত হয় অলরেডদের।
স্ট্যামফোর্ড ব্রিজে ৩৬ মিনিটে সিটি ডিফেন্ডার মেন্ডি ও গন্ডোগানের ভুলের ফায়দা নিয়ে গতির ঝলকে চেলসিকে লিড এনে দেন উইঙ্গার ক্রিস্টিয়ান পলুসিচ। ৫৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে সিটিজেনদের সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা। দুই মিনিট পর সিটি উইঙ্গার রাহিম স্টারলিং চেলসি গোলরক্ষকে পরাস্থ করলেও বাধা হয়ে দাড়ায় গোলপোস্ট। ৭২ মিনিটে আবারো দুর্দান্ত গতিতে সিটির ডিফেন্ডারদের পরাস্ত করেন পলুসিচ।
কিন্তু গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন কাইল ওয়াকার। ৭৫ মিনিটে হাত দিয়ে বল ঠেকানোয় লাল কার্ড দেখেন সিটির মেকশিফট ডিফেন্ডার ফার্নান্দিনিয়ো। পেনাল্টি থেকে চেলসির জয় নিশ্চিত করেন উইলিয়ান। আর তাতেই চেলসির জয়ের পাশাপাশি শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের।