৩০ মার্চ থেকে ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে ইসরাইল

An injured Palestinian protestor is carried by fellow demonstrators during clashes with Israeli security forces following a demonstration calling for the right to return -- meaning Palestinian refugees being allowed to go back to the land they fled or were expelled from during the 1948 war surrounding Israel's creation -- near the border with Israel, east of Khan Yunis, in the southern Gaza Strip, on April 6, 2018 Clashes erupted on the Gaza-Israel border a week after similar demonstrations led to violence in which Israeli force killed 19 Palestinians, the bloodiest day since a 2014 war. / AFP PHOTO / SAID KHATIB

ইসরাইল  ৩০ মার্চ থেকে ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে। এ ছাড়াও তাদের হামলায় ৭ হাজার ৯৭৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং ৫৪ জন পঙ্গুত্ব বরণ করেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

প্রতিবেদনটিতে ইসরাইলি সৈন্যরা চিকিৎসা কর্মী ও এ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এই চিকিৎসাকর্মীরা বিক্ষোভস্থলে আহতদের চিকিৎসা দেয়ার জন্য গিয়েছিলেন।

৩০ মার্চ থেকে গাজা ভূখ-ের পূর্বাঞ্চলে ফিলিস্তিনীরা ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু করে।

২০০৭ সাল থেকে উপকূলীয় অঞ্চলটির ওপর ইসরাইলের কঠোর অবরোধ অবসানের দাবিতে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

আরজেড/