শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হলেও সত্য। আসছে ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠানে ৩০ মিনিট পারফর্ম করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া।
স্পটবয় এক প্রতিবেদনে জানায়, স্পেনে একটি অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করার জন্য ওই বিশাল অঙ্কের পরিশ্রমিক দাবি করেছেন প্রিয়াঙ্কা। ওই অনুষ্ঠানে পরপর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে তাকে। আর তার জন্যই তিনি ওই পারিশ্রমিক দাবি করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন জনপ্রিয় মহিলার তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কার। তালিকায় প্রিয়াঙ্কার নাম রয়েছে ৯৭ নম্বরে।
২০০৩ সালে বলিউডে অভিষেক হওয়া প্রিয়াঙ্কা চোপড়া ইতোমধ্যে ৪০টি সিনেমায় অভিনয় করেছেন। শুধু বলিউড নয়, হলিউডেও কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পায় ‘বে ওয়াচ’ ছবিটি। এর আগে মার্কিন টেলিভিশনে ‘কোয়ানটিকো’ দিয়ে বিদেশি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭