আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩০ মে থেকে আগাম টিকেট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার জানান, আগামী ৩০ মে থেকেই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকেট কেনা যাবে।
তিনি বলেন, “বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে টিকেট বিক্রি হবে। যতক্ষণ পর্যন্ত টিকেট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে। চট্টগ্রাম রুটের বাসের আগাম টিকেটও সেদিন থেকেই পাওয়া যাবে।”
মহাখালী আন্তঃজেলা বাস বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক বলেন, এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের এবং সিলেট বিভাগের কয়েকটি রুটে চলাচলকারী বাসের আগাম টিকেট দেওয়া হবে।
“আমরা ৩০ তারিখে উত্তরবঙ্গ এবং সিলেটের টিকেট দিব। তবে ময়মনসিংহসহ কাছাকাছি দূরত্বের বাসের টিকেট ঈদের ছুটি শুরু হওয়ার পর বিক্রি করা হবে। ”
“মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দিয়েছিল ৩০ তারিখ থেকে টিকেট বিক্রি শুরু করার জন্য। কিন্তু আমাদের এখানে স্বল্প দূরত্বের টিকেট অগ্রিম বিক্রি করা হয় না।”
আরজেড/