৩০ মে বসুন্ধরা পেপারের আইপিও লটারি

আগামী ৩০ মে অনু্ঠিত হবে বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচনের লটারি। রাজধানির ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের আইইবি মিলনায়তনে ওইদিন সকাল সাড়ে ১০ টায় থেকে লটারি অনুষ্ঠান শুরু হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টসের লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করেন। এক্ষেত্রে কোম্পানির ৭৫ কোটি টাকার চাহিদার বিপরীতে বিনিয়োগকারীরা ৬৮৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৬০০ টাকার আবেদন করেছেন। এতে চাহিদার ৮.১১ গুণ বেশি আবেদন জমা পড়েছে। যাতে আগামি ৩০ মে লটারির মাধ্যমে আইপিওতে শেয়ার পাবেন এমন বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে বিডিংয়ে বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

গত ৩০ জানুয়ারি বিএসইসির ৬২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদনে দেয়া হয়।

রাসেল/