৩০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির বরাত দিল চিন৷ সমুদ্রে শক্তি বাড়াতে নয়া সিদ্ধান্ত নিয়েছে বেজিং৷ সেই সিদ্ধান্তের জেরেই ৩০ হাজার টনের পারমাণবিক অস্ত্র বহনযোগ্য যুদ্ধজাহাজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷
সাউথ চায়না মর্ণিং পোস্টে বুধবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এই রণতরী ঠিক কোথায় মোতায়েন করা হবে, তা জানা যায়নি৷ জাহাজটি লম্বায় ১৫২ মিটার ও চওড়ায় ৩২ মিটার৷ রিপোর্ট জানাচ্ছে ভবিষত্যের জন্য একটি পারমাণবিক অস্ত্রভাণ্ডার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, এই যুদ্ধজাহাজকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আগে, বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চলবে৷ এই জাহাজে দুটি ২৩ মেগাওয়াট কমপ্যাক্ট ওয়াটার রিঅ্যাক্টার থাকবে৷ যা জাহাজের গতিকে ১১.৫ নট পর্যন্ত বাড়াতে পারবে৷ এই যুদ্ধজাহাজটি রাশিয়ার পারমাণবিক অস্ত্রবহনকারী ২৩ হাজার টনের রণতরীর সঙ্গে পাল্লা দিতে সক্ষম৷
সুমেরু সাগরে আধিপত্য কায়েম করতেই এই বিশেষ ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ তৈরি করছে চিন বলে মনে করা হচ্ছে৷ শুধু রাশিয়া নয়, মার্কিন যুদ্ধজাহাজগুলিকে টেক্কা দেওয়ার জন্যও এই বিশাল এয়ারক্রাফট তৈরি হচ্ছে৷