৩১শে মে থেকে চালু হচ্ছে ট্রেন ও লঞ্চ

৫০ ভাগ টিকিট বিক্রি করবে আন্তঃনগর ট্রেন, খরচ উঠে আসার মতো যাত্রী নিয়ে চালু হবে লঞ্চ।

৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই দিন থেকে পরিবহণ খরচ উঠে আসার মতো যাত্রীবাহী নৌযান চলাচল করবে বলে জানিয়েছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমরা আপাতত আন্তঃনগর ট্রেন চালু করবো। সামাজিক দূরত্ব যাতে মেনে চলা যায় তাই ট্রেনের ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। এটা আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। দুই সপ্তাহ পর সরকার থেকে যে নির্দেশনা সবে সেই অনুযায়ী আবার সিদ্ধান্ত নেয়া হবে।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,পরিবহণ খরচটা উঠে আসবে কি না সেটা একটা বিষয়। এ বিষয়ে আমরা মালিক এবং শ্রমিকদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিব। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরিবহণ চালু করবো।