সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ফলো-অন করালো সফরকারী ভারত। ভারতের ৭ উইকেটে ৬২২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে অসিরা। ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩১৬ রান করতে হবে তাদের। বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে আজ মাত্র ২৪ দশমিক ২ ওভার খেলা হয়েছে।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৩৬ রান করেছিলো অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্ব ২৮ ও প্যাট কামিন্স ২৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের ষষ্ঠ বলেই ভারতকে উইকেট শিকারের আনন্দে মাতিয়ে তুলেন পেসার মোহাম্মদ সামি। ক্যামিন্সকে ২৫ রানেই আটকে দেন সামি।
কিছুক্ষন বাদে ফিরে যান হ্যান্ডসকম্বও। ৩৭ রানের বেশি করতে পারেননি তিনি। তাকে শিকার করেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। এরপর দলীয় ২৫৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে নাথান লিঁওকে শিকার করে অস্ট্রেলিয়াকে দ্রুতই গুটিয়ে দেয়ার পথ তৈরি করেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। কিন্তু ভারতের আশাকে দীর্ঘায়িত করেন দুই টেল-এন্ডার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। শেষ উইকেটে ৪২ রান যোগ করেন তারা।
ফলে অস্ট্রেলিয়ার স্কোর ৩শ স্পর্শ করে। আর ঐ স্কোরেই অসিদের শেষ ব্যাটসম্যান হিসেবে হ্যাজেলউডকে শিকার করেন প্রতিপক্ষকে অলআউট করে দেন ভারতের কুলদীপ। হ্যাজেলউড ২১ রানে আউট হলেও, ২৯ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ভারতের কুলদীপ ৯৯ রানে ৫ উইকেট নেন। ছয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন কুলদীপ।
ফলো-অনে পড়ে দিনের শেষ ভাগে আবারো ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে উসমান খাজা ৪ ও মার্কাস হ্যারিস ২ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৬২২/৭, ১৬৭.২ ওভার (পূজারা ১৯৩, পান্থ ১৫৯*, লিঁও ৪/১৭৮)।
অস্ট্রেলিয়া : ৩০০ ও ৬/০, ৪ ওভার (খাজা ৪, হ্যারিস ২)।