৩১ মার্চ হচ্ছেনা ছাত্রলীগের কাউন্সিল

আগামী ৩১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। কবে হবে সে তারিখও নির্ধারণ হয়নি।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বৈঠক শেষে ছাত্রলীগ সভাপতি  সাইফুর রহমান সোহাগ জানান, পূর্বঘোষিত ৩১ মার্চের কাউন্সিল আপতত হচ্ছে না। পরবর্তীতে সময়মতো হবে। তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন।

২০১৫ সালের ২৬ জুলাই ২৮ তম কাউন্সিলে সভাপতি হিসেবে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসাইন নেতৃত্বে আসেন। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১ (খ) ধারা অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেয়াদ দুই বছর। সে হিসেবে ছাত্রলীগের চলমান কমিটির মেয়াদ ৬ মাস আগেই শেষ হয়েছে।

আরএম/