রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার বলেছেন, সারাদেশে ৩ হাজার ২০০ রেল ক্রসিংয়ের মধ্যে ২ হাজার রেল ক্রসিংই অবৈধ।
তিনি বলেন, ‘রেলের ওপর দিয়ে কোনো রাস্তা নিতে হলে রেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু লক্ষ্য করা গেছে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনেক অবৈধ রেল ক্রসিং নির্মাণ করা হয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনা হলে রেলের ওপর দোষ পড়ে।’
‘অথচ এসব রাস্তার জন্য সড়ক বিভাগ ও স্থানীয় সরকার দায়ী হওয়ার কথা। এসব রাস্তার কারণে দুর্ঘটনার জন্য রেল দায়ী না। রেলের নজরের বাইরে থাকায় এসব অবৈধ রেল ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা নেই। এখন এসব রেলক্রসিং শনাক্ত করে নিরাপত্তা ব্যবস্থা করা হবে।’
রেল ভবনে ঈদে ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘যারা রেলের অনুমতি ছাড়া রেলের ওপর দিয়ে রাস্তা নিয়েছেন তাদেরকে খুব শিগগিরই নোটিশ দেয়া হবে। কারণ জানার পর যে সকল রাস্তা প্রয়োজন সে সব রাস্তা রাখা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে সকল রাস্তার তেমন প্রয়োজন নেই সেগুলো রাস্তার ক্রসিং বন্ধ করে দেয়া হবে।’
‘সম্প্রতি সিরাজগঞ্জ রেল ক্রসিংয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন মারা যান। এসব ক্রসিংয়ের অনুমতি না থাকায় কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এসব রাস্তায় রেলের প্রতিবন্ধকতা তৈরি করেছে, যোগ করে তিনি।
মন্ত্রী বলেন, ‘রেলের আইন অনুযায়ী অবৈধ রেল ক্রসিংয়ের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজকের বাজার/এমএইচ