বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ৩২০ কোটি অ্যাকাউন্ট ভুয়া সন্দেহে মুছে ফেলেছে।
সম্প্রতি ফেসবুক জানায়, ভুল তথ্য ছড়ানো ও বিভ্রান্তি মোকাবেলার অংশ হিসেবে এ কাজ করেছে তারা।
সেসব অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি মাধ্যমটি থেকে শিশু নির্যাতন ও আত্মহত্যা সম্পর্কিত লাখ লাখ পোস্টও সরিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক মাধ্যমটি তাদের যে কনটেন্ট মডারেশন রিপোর্ট প্রকাশ করেছে সেখানে পাওয়া যাচ্ছে এমন তথ্য।
গত বছর ফেসবুক জানিয়েছিল, তারা মাধ্যমটি থেকে ১৫৫ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছিল। কিন্তু প্লাটফর্মটিতে তার চেয়ে দ্বিগুণের বেশি ভুয়া অ্যাকাউন্ট ছিল বলেও জানায়। একই সঙ্গে গত বছর মাধ্যমটি ইনস্টাগ্রাম থেকেও গুজব ছড়ানোর দায়ে কিছু অ্যাকাউন্ট বন্ধ করেছিল।
আজকের বাজার/লুৎফর রহমান