অধিনায়ক মোমিনুল হকের ব্যাটে চড়ে ৩২০ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান করেছে টাইগারা। ৮৩ রানে অপরাজিত আছেন মোমিনুল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান করেছিলো বাংলাদেশ। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ২১৮ রানে এগিয়েছিলো টাইগাররা। প্রথম ইনিংস থেকে ১৭১ রানের লিড পেয়েছিলো বাংলাদেশ।
আজ মোমিনুল ৩১ ও মুশফিকুর রহিম ১০ রান নিয়ে খেলতে নামেন। আরও ৮ রান যোগ করে ব্যক্তিগত ১৮ রানে থামেন মুশফিক।
এরপর লিটন দাসকে নিয়ে দলের স্কোর ও লিড বাড়িয়েছেন মোমিনুল। ৪১তম টেস্টে ১৪তম হাফ-সেঞ্চুরি তুলেন টাইগার দলপতি। ১২৭ বলে ৯টি চার মারেন মোমিনুল। ৭৫ বলে ২টি চারে ৩৮ রানে অপরাজিত আছেন লিটন।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল ৩টি ও শানন গ্যাব্রিয়েল ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৯ রান করে।