আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে রাশিয়া। এবার ৩২ দেশের জার্সি পরে পুরো বিশ্বকে ফুটবল বিশ্বকাপের জন্য আমন্ত্রণ জানালো টিম রাশিয়া।
রাশিয়া দলের গোলরক্ষক ইনগোর আকিএনফিব এর গায়ে জার্মান জার্সি। ডিফেন্ডার সরজেস মাসেবিশ পড়েছেন আর্জেন্টিনার জার্সি। এভাবে ৩২ দেশের জার্সি পরে ফটোশুট করেছে পুরা রাশিয়া টিম ও ম্যনেজম্যন্ট। এ যেন এক এর মধ্যে গোটা পৃথিবী। আর এ আয়োজনের উদ্দেশ্য বিশ্বকে জানিয়ে দেয়া রাশিয়া প্রস্তুত।
২০১৮ বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাওয়া দলগুলোর জার্সি পরে ফটোশুটে অংশ নেয় রাশান ফুটবলার ও টিম ম্যনেজম্যান্ট।
দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের জন্য পুরো প্রস্তুত রাশিয়া। তুলির শেষ আচর টুকুও দেয়া শেষ। এখন অপেক্ষা শুধু আতিথ্য দেবার। টিম রাশিয়া অভিনবভাবে তা জানিয়ে দিলো বিশ্বকে।
আরজেড/