বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২২ জুন বৃহস্পতিবার দিন শেষে এ চিত্র দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের রিজার্ভ এই প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল। এ রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।
এর আগে গত বছরের নভেম্বরে রিজার্ভ ৩২ এর ঘর অতিক্রম করে। ৩২ থেকে ৩৩ বিলিয়নে আসতে সময় লাগল ৭ মাস।
সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় আমদানি ব্যয় কমে গেছে। ফলে রিজার্ভ থেকে কম ব্যয় হয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছেন। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন রেকর্ড গড়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২২ জুন ২০১৭