বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে ৩৪২ টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ছয়মাসে এসব লাইসেন্স স্থগিত করা হয়। প্রতিষ্ঠানগুলো এখন আর আমদানি করতে পারছে না। আরো কিছু প্রক্রিয়া শেষে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে দেয়া হবে। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজকের বাজার/এমএইচ