৩৪ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান

মেহরাজ মোর্শেদ : ভালো শুরু এনে দিয়েও প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাস, ইমরুল কায়েস এবং সাকিব আল হাসান।

দলীয় ৪৩ রানে প্রথম উইকেটের পতন হয় টাইগারদের। রাবাদার বলে ডু প্লেসিসের হাতে তালুবন্দী হয়ে ব্যক্তিগত ২১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনিংয়ে নামা লিটন দাস।

প্রিটোরিয়াসের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩১ রানে আরেক ওপেনার ইমরুল কায়েস ফিরে গেলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬৭ রান।

এরপর দলীয় ১২৬ রানে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে তালুবন্দী হয়ে ব্যক্তিগত ২৯ রানে মাঠ ছেড়েছেন সাকিব। অপরাজিত মুশফিক পেয়েছেন ক্যারিয়ারের ২৭ তম হাফ সেঞ্চুরি।

এর আগে, টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান।

৭২ বল মোকাবেলা করে ৬৩ রানে অপরাজিত আছেন মুশফিক। তার অপর সঙ্গী মাহমুদউল্লাহর সংগ্রহ ১৫ বল খেলে ১৭ রান।

আজকের বাজার : এমএম / ১৫ অক্টোবর ২০১৭