৩৪ লাখ টাকার পুরষ্কারও জিততে পারল না বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলের ফাইনালে খেলতে হলে নেপালের বিপক্ষে জিতেই হবে বাংলাদেশের।ড্র হলে তো খেলা হবে না বাংলাদেশের।এমন বাঁচা মরা ম্যাচে প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ১ মিনিটে নেপালের গোলাটি করেন সুনিল বাল।

নেপালের বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত হত বাংলাদেশের। এমন পরিস্থিতিতে ফুটবলারদের উজ্জীবিত করতে ৪০ হাজার অথবা ৩৪ লাখ টাকা আর্থিক পুরষ্কারের ঘোষণা দেয় বাফুফে। কিন্তু এ তাতেও লাভ হলো না। স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিল বাংলাদেশ।

জিততেই হবে এমন সমীকরণে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলতে নামে জামাল ভূঁইয়ারা। নেমেই গোল হজম করে জেমি ডের শিষ্যরা। ম্যাচের এক মিনিটেই নেপালকে এগিয়ে দেন সুনীল বাল। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে একাধিক সুযোগ নষ্ট করায় হেরেই বাড়িতে হল ফুটবলারদের।

এর আগে, ১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে পরাজয় দিয়েই যাত্রা শুরু করেছিল জেমি ডের শিষ্যরা। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র করে ফাইনালের পথটা কঠিন করেছিল জামাল ভূঁইয়ারা।

তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ফাইনালের আশা জাগায় তারা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভুটান। এ ম্যাচের আগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নেপালের অবস্থান ছিল দ্বিতীয়। অন্যদিকে নেপাল সমান ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪। তাই শেষ ম্যাচ পরিণত হয়েছিল অলিখিত সেমিফাইনালে। আর বাংলাদেশকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করল নেপাল।

আজকের বাজার/আরিফ