গত তিন দিনে ৩৫টি হজ ফ্লাইটে ১২ হাজার ৫৮৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
গতকাল ৭ জুলাই ঢাকায় হজ অফিসের এক বুলেটিন বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি হজ ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের ১৮টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত, ৩৫টি হজ ফ্লাইটে ২ হাজার ৮৯৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৮৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
প্রথম বারের মত এবারই সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌছেঁ হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারছেন।
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।