৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে আরও ১৬০ জনকে প্রথম শ্রেণির নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
আজ রোববার, ১৪ মে বিকেলে এ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এর আগে, গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৯৮ জনকে প্রথম শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এ নিয়ে মোট ৫৫৮ জনকে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো।
এবার সুপারিশ করা প্রার্থীদের মধ্যে সাব–রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন ৪২ জন, ২১ জন সমাজকল্যাণ কর্মকর্তা এবং ১৯ জনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়। বাকিদের জনপ্রশাসন, তথ্যসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ করা হয়।
গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি ৩ হাজার ৩৫৯ জনকে নন ক্যাডারের জন্য রাখা হয়।
আজকের বাজার:এলকে/এলকে/১৪ মে ২০১৭