আইসিবির ৩৫শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে অন্তর্ভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার হোল্ডারদের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ৩৫শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

আইসিবি’র ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মজিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকসহ পরিচালকবৃন্দ।

সভায় শেয়ারহোল্ডাররা আইসিবি ও এর সাবসিডিয়ারি কম্পানিগুলোর ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন।

২০১৬-১৭ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৩৬৮ দশমিক ১৭ কোটি টাকা এবং ৪৬১ দশমিক ৫৭ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। শেয়ারহোল্ডাররা ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ (৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার) লভ্যাংশ অনুমোদন করেন।

আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭