রাস্তা খোঁড়াখুঁড়িতে রাজধানীর কয়েকটি এলাকায় ভূগর্ভস্থ ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন আবাসিক ও অফিস এলাকার প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সেবা অচল হয়ে পড়েছে।
আজ ১৮ মে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক (সুয়ারেজ লাইন স্থাপন) কাজে রাস্তা খোঁড়ায় ভূগর্ভস্থ ক্যাবলের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংযোগ মেরামত করা হলেও উন্নয়নকাজ শেষ না হওয়ায় সব স্থানে টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু করতে দেরি হচ্ছে।
খিলগাঁও, বনশ্রী, গোড়ান, মগবাজার, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, সার্কিট হাউজ রোড, ফকিরাপুল, নয়াপল্টন, ডিআইটি এক্সটেনশন রোড, নয়াটোলা, রামপুরা এলাকায় টেলিফোন ও ইন্টারনেট সেবা বিছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ওসব এলাকার বাসিন্দারা টেলিফোন ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আজকরে বাজার:এলকে/এলকে/ ১৮ মে ২০১৭