গত ২৫ মার্চ প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআরের বিগ বাজেটের সিনেমা ‘আরআরআর’। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। রেকর্ড ভাঙা সাফল্যে সিনেমার পুরো টেকনিশিয়ান টিমকে একটি করে স্বর্ণের কয়েন উপহার দিয়েছেন রাম চরণ। প্রতিটি কয়েনে ১ তোলা স্বর্ণ রয়েছে।
জানা গেছে, সিনেমার সাফল্যের পর টেকনিশিয়ান টিমের ৩৫ সদস্যকে ডেকেছিলেন রাম চরণ। তাদের সঙ্গে বসে দুপুরের খাবার খান তিনি। এরপর প্রত্যেককে উপহারস্বরূপ একটি করে সোনার কয়েন ও মিষ্টির বাক্স দেন।
প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়েই ‘আরআরআর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। রাম চরণের প্রেমিকার ভূমিকায় আছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এ ছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা গেছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান