৩৬তম বিসিএস : নন-ক্যাডারে ৭৮৭পদে নিয়োগ শুরু

৩৬ তম বিসিএসের নন-ক্যাডারের জন্য অপেক্ষমাণ ৩ হাজার ৩০৮ জনের বিপরীতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদ পেয়েছে ৭৮৭টি। আর পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পিএসসি

প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাইরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে যেসব নিয়োগে চাহিদা পাওয়া গেছে, সেখানে উত্তীর্ণ সবাইকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যাবে। তবে বিসিএসে উত্তীর্ণদের প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিতে অনীহা আছে। এই পদটি দ্বিতীয় শ্রেণির বলা হলেও শিক্ষকেরা এখনো বেতন পান ১১ ও ১২তম গ্রেডে।

পিএসসি সূত্র জানা গেছে,  ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। এ ছাড়া উত্তীর্ণ ৩ হাজার ৩০৮ জনকে নন–ক্যাডারে রাখা হয়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৬তম বিসিএসে নন-ক্যাডারদের নিয়োগ দিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে চিঠি দিয়েছিলাম, তাতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি, ৩৫তম বিসিএসের নন-ক্যাডারদের মতোই এবারও সবাইকে নিয়োগ দিতে পারব।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ২০ নভেম্বর সংসদে জানিয়েছেন, সরকারের শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ২৬১।

পিএসসি সূত্র জানায়, ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২টি, পুলিশ ক্যাডারে ১১৭টি, কর ক্যাডারে ৪২টি, পররাষ্ট্র ২০, নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশুসম্পদ ৪৩-সহ ২ হাজার ৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮