পুঁজিবাজারে তালিকাভুক্ত কিং ব্র্যান্ডের মেঘনা সিমেন্টের চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) ৩২ শতাংশ বিক্রয় বেড়েছে। যাতে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের ১ম প্রান্তিকের বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির সিমেন্ট বিক্রয় হয়েছে ১১২ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৫ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ২৭ কোটি ৯ লাখ টাকার বা ৩২ শতাংশ।
এদিকে আগের বছরের ৩ মাসে বিক্রয়ের জন্য কাচাঁমালসহ উৎপাদন ব্যয় হয়েছিল ৭৩ কোটি ৮১ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৮৬ শতাংশ। যাতে গ্রোস প্রফিট (মোট মুনাফা) হয়েছিল ১১ কোটি ৬০ লাখ টাকা। আর এ বছরের ৩ মাসে বিক্রয়ের বিপরীতে ৮৯ শতাংশ হারে ১০০ কোটি ৩১ লাখ টাকা উৎপাদন ব্যয় হয়েছে। যাতে গ্রোস প্রফিট হয়েছে ১২ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে গ্রোস প্রফিট বেড়েছে ৫৯ লাখ টাকা বা ৫ শতাংশ।
আজকের বাজার:এসএস/৯জানুয়ারি ২০১৮