সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের দুই নারী ক্রু-কে ৩৬টি সোনার বারসহ রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে।
আটক সৌদি এয়ারের দুই নারী ক্রু হলেন- সামিয়া আক্তার ও ফারজানা আফরোজা।
তারা অন্তর্বাসে লুকিয়ে এ সোনা পাচার করছিল বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার দিবাগত রাত ২টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৮০২ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটের নারী ক্রু সামিয়া এবং ফারজানার গতিবিধি সন্দেহ হলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে দুজনের অন্তর্বাসে লুকিয়ে রাখা ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।
৩৬টি সোনার বারের মধ্যে সামিয়ার কাছ থেকে ২৬টি ও ফারজানার কাছ থেকে ১০ সোনার বার জব্ধ করা হয়।
তাদের বিমানবন্দর থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান কাস্টমস গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্টরা।
সূত্র – ইউএনবি