৩৭তম বিসিএসের নন ক্যাডার সুপারিশের ফলাফল প্রকাশ

৩৭তম বিসিএস হতে নন-ক্যাডার ১৫ জন প্রার্থীকে ১ম শ্রেণির ও ৯৮ জন প্রার্থীকে ২য় শ্রেণির সুপারিশের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।
কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ ফলাফল পাওয়া যাচ্ছে।

নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০[সংশোধিত বিধিমালা-২০১৪] বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে আজ অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় নন-ক্যাডার ১ম শ্রেণির [৯ম গ্রেড] ও নন-ক্যাডার ২য় শ্রেণির [১০ম গ্রেড] পদে নিয়োগের জন্য সংশ্লিষ্টদের বিষয়ে সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।

উল্লেখ্য,৩৭তম বিসিএস থেকে ১ম/২য় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২২৬২ জন প্রার্থীদের মধ্য থেকে এ পর্যন্ত ১ম শ্রেণির [৯ম গ্রেড] নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং ২য় শ্রেণির [১০ম গ্রেড]নন-ক্যাডার পদে ৯৮ জন প্রার্থীকে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।
৩৮তম বিসিএস ফলাফল প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদার আলোকে ২য় শ্রেণির নন-ক্যাডার পদে আরও সুপারিশ করা হবে।