৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।
পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানিয়েছেন, ২৫ অক্টোবর বিকালে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছে।
এছাড়াও সহকারি সার্জেন্ট ক্যাডারে ৪৩৪ জন ও সহকারি ডেন্টাল সার্জেন্ট ক্যাডারে ৭ জন কৃর্তকার্য হয়েছেন।
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। সে পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭