পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল মিলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩৭.৩১ গুন আবেদন জমা পড়েছে। কোম্পানির সচিব মাসুম রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২ গুণ এবং বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৭ হাজার আবেদন জমা পড়েছে।
কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারির ড্র অনুষ্ঠিত হবে।
এর আগে ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কুইন সাউথ টেক্সটাইলের আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮