মৌখিক পরীক্ষার প্রায় তিন মাস পরে আজ ৩৭ তম বিসিএস পরিক্ষার চূড়ান্ত ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে পিএসসি কার্যালয়ে বিশেষ সভা শুরু হয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এসব তথ্য জানা যায়।
পিএসসি সূত্র জানায়, সভায় ফল কবে প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজও ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে পিএসসির আরেকটি সূত্র।
২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।
প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে গেল বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। ওই পরীক্ষা শেষ হয় ২৩ মে। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।
প্রসঙ্গত, ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
আজকের বাজার/ এমএইচ