শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইনের প্লেসমেন্ট হোল্ডার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড ৩৭ লাখ বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিভার্স নিটিংয়ের কাছে থাকা রিং শাইনের ২ কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৮৩৭টি শেয়ারের মধ্যে ৩৬ লাখ ৮৬ হাজার ৫৮৭টি বোনাস শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এই শেয়ার বিক্রি সম্পন্ন করবে ইউনিভার্স নিটিং।
উল্লেখ্য, ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চেয়ারম্যান সুং ওয়ে মিন একই সাথে রিং শাইনের ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা।