৩৮তম ও ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৮তম ও ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ আগস্ট।

মঙ্গলবার (২৯ মে) পিএসসির বিশেষ বৈঠকে এ  সিদ্ধান্ত হয়।

দেশের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমকে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

পিএসসি সূত্রে জানা যায়, ৩৯তম বিসিএসের মাধ্যমে সরকার ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেবে। এই বিসিএসটি বিশেষ করা হচ্ছে। এর জন্য আব্দেন করেছেন ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী।

রাসেলে/