৩৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী শুক্রবার ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞাপনের শর্ত অনুসারে শিক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস, মোবাইল ফোন, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং হাতব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এটি শাস্তি যোগ্য অপরাধ। এছাড়া পরীক্ষার্থী হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেক্ট্রনিকস ঘড়িও ব্যবহার করতে পারবে না। প্রতিটি হলে পিএসসি ঘড়ি সরবরাহ করবে।
কোনো প্রার্থীর কাছে পরীক্ষার হলে পিএসসি কর্তৃক নিষিদ্ধ কিছু পাওয়া গেলে কমিশন ওই প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের নেয়া সব নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করবে।
আজকের বাজার : আরএম/ ওএফ /এলকে ২৪ ডিসেম্বর ২০১৭