করোনাভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮৩৫ জন বিদেশফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ। বিদেশফেরত এসব নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশনা অমান্য করেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।
জানা যায়, গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন। যাদের বেশিরভাগই ভারত থেকে দেশে ফিরেছেন এবং ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে চলে গেছেন নিজ নিজ গন্তব্যে।
মঙ্গলবার রাতে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, এসব বিদেশ ফেরত লোকদের খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ হতে ফরিদপুরের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।
জেলা প্রশাসক জানান, ফরিদপুরে এখন পর্যন্ত ১৭ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে যার যার অবস্থান থেকে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ