চলতি মাসেই ৩৯ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক মঙ্গলবার ২ জানুয়ারি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ৩৯তম বিসিএসের বিষয়টি সচিব কমিটিতে গিয়েছে। সেখান থেকে হয়তো দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আসবে। সেটি হলেই আমরা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। এই মাসের মধ্যেই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে।
পিএসসির অন্য একটি সূত্র জানায়, ৩৮তম প্রিলিমিনারির ফলাফল তৈরির কাজ আগামী সপ্তাহে শুরু হতে পারে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ফলাফল প্রকাশ হতে পারে। গত ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজকের বাজার : আরএম/এলকে ২ জানুয়ারি ২০১৮