পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৯ কোম্পানির লেনদেন আগামী ১৯ নভেম্বর, রোববার চালু হবে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, ফার কেমিক্যাল, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, বিডি অটোকার্স, মিরাকল, দেশ গার্মেন্টস, এএমসিএল (প্রাণ), একটিভ ফাইন, এএফসি এগ্রো, রংপুর ফাউন্ড্রি, সাফকো স্পিনিং, জাহিন টেক্স, সাইফ পাওয়ারটেক, বিডিকম, পাওয়ার গ্রীড, ইনটেক, ন্যাশনাল পলিমার, আরামিট, ইয়াকিন পলিমার, নুরানী, বিডি থাই, ফু-ওয়াং সিরামিক, লিবরা ইনফিউশন, জেমিনি সী ফুড, বিবিএস, সায়হাম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, তিতাস গ্যাস, বিবিএস কেবলস, শমরিতা হসপিটাল, আরামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক, শ্যামপুর সুগার, জিলবাংলা, ন্যাশনাল ফিড, ড্যাফোডিল, ফরচুন এবং এমআই সিমেন্ট।
এর আগে কোম্পানিগুলো গত ১৪ থেকে ১৫ নভেম্ববর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে। জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামী ১৯ নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আবার শুরু হবে।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১