৩ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে পাচারকালে বেনাপোলের শিকারপুর সীমান্ত থেকে ৩২টি (৩ কেজি ৪শ’ গ্রাম) স্বর্ণের বারসহ মিঠু দফাদার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার, ২৭ মার্চ সকালে নারকেলবাড়িয়া এলাক থেকে স্বর্ণের বারসহ মিঠুকে আটক করা হয়।

আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হজরত দফাদারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিজিবির একটি টহলদল নারকেলবাড়িয়া নামকস্থানে অভিযান চালিয়ে মিঠুকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে ৩২ স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। আটক মিঠু দফাদারকে উদ্ধারকৃত স্বর্ণসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরএম/