আজ ২৯ নভেম্বর, বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানি ৩টি হলো: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকার্স এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ২৯ নভেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সকাল সাড়ে ১০টায় ফারইস্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড, বাংলাদেশ অটোকার্সের সকাল ১১টায় ১১০ তেজগাঁও আই/এ, ঢাকায় এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকাল সাড়ে ১০টায় হল-২ রাওয়া কমপ্লেক্স, মহাখালি, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা কেরচে। আর বাংলাদেশ অটোকার্স ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ স্টক এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এজিএমে অনুমোদিত হতে পারে।