চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোম্পানিগুলো তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি ও সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড।
সিএসই সূত্র জানায়, কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (সিএসই) বন্ধ রেখেছে এবং বিভিন্ন আর্থিক প্রতিবেদন স্টক এক্সচেঞ্জে জমা দিচ্ছে না। একারণে সিএসই কতৃপক্ষ কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৯ জুলাই সিএসই কোম্পানিগুলোর কারখানা পরিদর্শনের অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি পাঠায়। বিএসইসির নিয়মিত কমিশন সভায় বিষয়টি অনুমোদনের সম্ভবনা রয়েছে বলে জানায় সিএসই।
জানা গেছে, সিএসইর আবেদনের মধ্যে রয়েছে কোম্পানিগুলোর সামগ্রিক বিষয়গুলো পর্যবেক্ষণের সাথে কোম্পানির অফিস এবং ফ্যাক্টরি প্রাঙ্গনে যাওয়ার অনুমতি দিতে হবে।
এমারেল্ড অয়েল সিএসইকে জানায়, বেসিক ব্যাংকের ঋণ ঘাটতি সম্পর্কিত দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী মামলা দায়ের করার পর প্রতিষ্ঠানটি সমস্যার সন্মুখীন হয়েছে।
সিএসই জানায়, বর্তমানে পর্যাপ্ত কর্মসংস্থানমূলক রাজস্বের অভাবের কারণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সামান্য মাত্রায় কার্যক্রম পরিচালনা করছে।
কোম্পানিটি ২০১৭ সালের এজিএম অনুষ্ঠান করেনি এবং ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও তৃতীয় প্রান্তিকের হিসাব বিবরনী জমা দেয়নি।