৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লুব-রেফ (বাংলাদেশ) ,বারাকা পাওয়ার লিমিটেড ও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,বারাকা পাওয়ার ও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। এছাড়া একই সময়ে লুব-রেফ ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানি ৩টি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।