পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি কে ট্রেড সাসপেন্ড করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড।
আগামী ৩০ কার্যদিবস এই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
একই সঙ্গে ৫ কোম্পানিকে স্পটে দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে-মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।
এর পাশাপাশি ২ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে-লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারস। এসব কোম্পানির শেয়ার দর দীর্ঘ দিন অস্বাভাবিকভাবে বাড়ছে।
কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ পরিচালক শামসুর রহমান এবং সরকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।
কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।