পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি তিনটি হলো : এশিয়া ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্ভাব্য করোনার মহামারী থেকে উদ্ভুত পরিস্থিতিতে কোম্পানি তিনটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কোম্পানি তিনটির বোর্ড সভার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে ইস্টার্ন ব্যাংক ২৯ মার্চ, ব্র্যাক ব্যাংক ২৫ মার্চ এবং এশিয়া ইন্স্যুরেন্স ৩১ মার্চ বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছিল।