সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৩ অক্টোবর সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকে সূচকের উত্থান দিয়ে শুরু হলেও কিছুক্ষণ পরেই পতন প্রবণতায় নেমে আসে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে তালিকাভূক্ত ৩ খাতের শেয়ারে সেল প্রেসার দেখা গেছে। ফলে এ ৩ খাতের ৮০ শতাংশের বেশি শেয়ারদর কমে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ৩ খাতের শেয়ারে সিংহভাগ কোম্পানির শেয়ার দরে পতন দেখা যায়, সেগুলো হলো-ব্যাংক খাত, বীমা খাত ও আর্থিক খাত।
প্রাপ্ত তথ্যমতে, এদিন ব্যাংক খাতে বড় বিপর্যয় দেখা দিয়েছে। এখাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৮টিরই দর কমেছে, ১টির দর বেড়েছে এবং ১টি দর অপরিবর্তিত রয়েছে। দর বাড়ার কোম্পানিটি হলো সাউথইস্ট ব্যাংক। আর দর অপরিবর্তিত থাকার কোম্পানিটি হলো ইবিএল।
বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে ২৮টিরই দর কমেছে, ১টির দর বেড়েছে এবং ১টি দর অপরিবর্তিত রয়েছে। দর বাড়ার কোম্পানিটি হলো সাউথইস্ট ব্যাংক। আর দর অপরিবর্তিত থাকার কোম্পানিটি হলো ইবিএল।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭