৩ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ শুরু

রাজশাহী এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের কাছে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

৩ ঘণ্টা পর আরেকটি ট্রেনের ইঞ্জিনের মাধ্যমে ওই ট্রেনটিকে সরালে বেলা সাড়ে ১১টায় পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে বেলা ১১টার দিকে এসে পৌঁছে এবং এ ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের ৩নং লাইনে রেখে আসা হয়।

এরপর বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন জামতৈল স্টেশনে ফিরে এসে নিজ ট্রেনের বগির সাথে যুক্ত হয় এবং ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজশাহী এক্সপ্রেস ট্রেনের চালক শাহাব উদ্দিন আহমেদ জানান, ইঞ্জিনের পানির ট্যাংকি লিকেজ হয়ে পানি পড়ে কালো ধোয়ার সৃষ্টি হয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আজকের বাজার/এমএইচ