স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে উৎপাদিত করোনাভাইরাসের ওষুধ রেমডেসিভির আগামী দুই-তিন দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে।
শনিবার রাজধানীর কলাবাগানে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ২০০ বেডের করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মহামারি অনেক উন্নত দেশগুলো সামাল দিতে পারেনি। সেখানে লাখ লাখ মৃত্যু এবং আক্রান্ত হয়েছে। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা হলো আগামী কিছুদিনের মধ্যে ল্যাব সংখ্যা আরো বাড়ানো। এ মাসের মধ্যেই টেস্ট ফ্যাসিলিটি ১০ হাজারের ওপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
জাহিদ মালেক বলেন, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে দুইশ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।