প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে সোমবার ১১ ডিসেম্বর ফ্রান্স যাচ্ছেন। সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বি-পাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
এছাড়া ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন প্রধানমন্ত্রী।
রোববার ১০ ডিসেম্বর সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার ১১ ডিসেম্বর সকালে এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে রওয়না হবেন। আবুধাবি হয়ে তার ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্যারিসের চার্লেস ডি গলে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে প্যারিস লা গ্র্যান্ড হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী বুধবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় প্যারিস ত্যাগ করবেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবেন।
প্রধানমন্ত্রীর সফরের বিসয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘে জলবায়ুবিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জয়বায়ু চুক্তি গৃহীত হয়। এই চুক্তির দুই বছর পূর্তিতে ওয়ান প্লানেট সামিট হচ্ছে। সেখানে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দিয়ে বক্তব্য দিবেন। তারা সাতটি সুনির্দিষ্ট উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
তিনি বলেন,সামিটে প্রধানমন্ত্রী অভিযোজন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বাংলাদেশেরর ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত নানা প্রদক্ষেপ ও সাফল্যের বিষয়টিও বর্ণনা করবেন।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭