ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদী উত্তাল থাকায় তিন দিন বন্ধ থাকার পর সারাদেশে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডাব্লিউটিএ।
এর আগে ঘূর্ণিঝড় ফণীর কারণে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে অভ্যন্তরীণ নৌপথে চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।
চলাচলের অনুমতি পেয়ে রোববার সকাল ৭টার পর ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চগুলো বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএ’র পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও নৌযান চলাচলে কোনো বাধা নেই।
এদিকে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন দিন ধরে লঞ্চ এবং দুদিন ধরে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাড়ে সহস্রাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়েন। সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
ঘূর্ণিঝড় ফণী অনেকটা দুর্বল হয়ে শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এর পর বিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।
আজকের বাজার/এমএইচ