দেশের উভয় পুঁজিবাজারে তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৩১ ডিসেম্বর,২০২০- ২ জানুয়ারি,২০২১ পর্যন্ত বাজার বন্ধ থাকবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এবং ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক থাকায় সেদিন বাজারে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া পরের দু দিন শুক্রবার ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটি থাকার কারণে বন্ধ থাকবে। এতে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকলেও স্টক এক্সচেঞ্জে অফিস চালু থাকবে। এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া শুক্রবার ও শনিবার লেনদেন সহ স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন