পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। আগামী সোমবার (৬ মে) থেকে মঙ্গলবার (৭ মে) টানা ৪৮ ঘণ্টার এ হরতাল পালিত হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩ বাঙালি অপহরণ ঘটনার তাদের মুক্তির দাবি, শুক্রবার সন্ত্রাসী হামলায় মাইক্রোবাস চালক সজিব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার ও আঞ্চলিক সংগঠনগুলোর সশস্ত্র কার্যকম বন্ধের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত ফরাজী সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একইসাথে আগামীকাল সোমবার ৩ পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল করা হবে।
আজকেরবাজার/আওএক/এস