৩ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা

 আগামী ৩ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে হবে। সকাল ১০টা থেকে এই সভা শুরু হবে।এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।

বৃহস্পতিবার ১ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকায় সভা করার জন্য আমরা কোনো মিলনায়তন পাইনি। বাধ্য হয়ে আমরা লা মেরিডিয়ানে সভা করছি।’ কয়েক দিন ধরে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে  অভিযোগ করে রিজভী বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। এই বাহিনীগুলো যেন বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার জন্যই সরকার প্রধানের কাছে শপথ করেছে।

আজকের বাজার:এসএস/১ফেব্রুয়ারি ২০১৮